পবিপ্রবিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১১:২৮ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২, ১১:২৮ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে বাঙ্গালি জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল এই দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে প্রত্যূষে ৭১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে বিভিন্ন অনুষদ ও প্রশাসনে জাতীয় পতাকা উত্তোলন এবং সাড়ে আট টায় প্রশাসন ভবনের সম্মুখে ও জয় বাংলা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এরপর একে একে পুষ্পস্তবক অর্পন করেন শিক্ষক বৃন্দ, রোভার স্কাউটস, পবিপ্রবি সাংবাদিক সমিতি, সাধারণ শিক্ষার্থী, পবিপ্রবি ছাত্রলীগ শাখার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন: পড়াশোনার বিকল্প কিছুই নেই, ফেসবুক ব্যবহার কমাতে হবে
সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় খেলার মাঠে সকলে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পতাকা উত্তোলন শেষে বিজয় দিবসের প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন করে সকলের উদ্দেশ্যে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি সর্বপ্রথম লাখো শহীদদের অবদানের কথা উল্লেখ করেন। দেশ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনস্বীকার্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন," জাতির পিতা বঙ্গবন্ধু যে আদর্শ ও স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা যেন সেই স্বপ্ন ও আদর্শকে বুকে লালন করে আগামীর বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারি।"
বক্তব্য শেষে মাঠে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে সৃজনী বিদ্যানিকেতন এর শিক্ষার্থীরা। পরবর্তীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের জন্য দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গান, নাচ, নাটিকা, অভিনয় ও কবিতা আবৃতির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাথা তুলে ধরা হয়।