ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ওয়েবসাইট থেকে কন্টেন্ট সরাল কুবি

  © ফাইল ছবি

সম্প্রতি নতুন রূপে নিজেদের ওয়েবসাইট প্রকাশ করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্তৃপক্ষ। তবে প্রকাশিত এই ওয়েবসাইটে তথ্য ও ছবির ভুল থাকায় বিতর্কের মুখে পড়তে হয় প্রশাসনকে। পরে অনলাইন সংবাদ মাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাসে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিতর্কিত কন্টেন্টগুলো সরিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘কুবি প্রশাসনের হযবরল ওয়েবসাইট প্রকাশ: শিক্ষার্থীদের সমালোচনা' শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। 

ওয়েবসাইট ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছবির জায়গায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ছবি দেওয়া হয়। এছাড়াও, কেন্দ্রীয় খেলার মাঠ, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারসহ বিশ্ববিদ্যালয়ের হলের বিভ্রান্তিকর ছবি দেওয়া হয়েছিল। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের পদবীতে তথ্যের অসংগতি ছিল।

পরে দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিতর্কিত ছবিগুলো সরিয়ে স্থানগুলোর গুগল ম্যাপের ছবি সংযুক্ত করা হয়।


সর্বশেষ সংবাদ