সাত কলেজের ৪র্থ মেধাতালিকা: কপাল খুলবে ২১শ শিক্ষার্থীর
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০২:৫২ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২২, ০২:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের চতুর্থ এবং সবশেষ মনোনয়ন তালিকা আগামী ১৫ অথবা ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। আর এই মেধাতালিকায় সুযোগ পাচ্ছেন ২১-২২শ শিক্ষার্থী। মেধাক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে
তাদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
সোমবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মেধাতালিকা প্রকাশ করে গত অক্টোবর মাসেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও মনোন্নয়ন কার্যক্রম শেষ করা হয়েছিল। তবে বেশ কিছু আসন খালি থাকা সাপেক্ষে সেসব শূন্য আসনগুলোতে নতুন শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গত মাসের ২৩ তারিখে মিটিং করেছি। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আগের ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশন অর্থাৎ বিষয় ও কলেজ পরিবর্তনের জন্য নোটিশ দেওয়া হয়েছে।
এই মাইগ্রেশন শেষ করে শূন্য আসনে নতুন শিক্ষার্থীদের মনোনয়ন দিয়ে ১৫ বা ১৫ ডিসেম্বর চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে।
তবে শূন্য আসনের সংখ্যা খুবই কম উল্লেখ করে তিনি আরও বলেন, সব মিলিয়ে মোট ২১০০-২২০০ শিক্ষার্থী সুযোগ পেতে পারেন। এরমধ্যে বিজ্ঞানের প্রায় দেড় হাজার, মানবিকের সাড়ে চারশো এবং ব্যবসায় শিক্ষার প্রায় সাড়ে তিনশোর মতো শূন্য আসন হতে পারে। সেই অনুযায়ী খুব বেশি আসন ফাঁকা নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।