ভাড়া বাড়ি নয়, দ্রুত নিজস্ব ক্যাম্পাসে যেতে চাই: বিডিইউ ভিসি

অস্থায়ী স্থাপনা নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য
অস্থায়ী স্থাপনা নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য  © সংগৃহীত

ভাড়া বাড়ি রেখে দ্রুত নিজস্ব ক্যাম্পাসে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। এজন্য তিনি বাংলাদেশ মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেছেন।
 
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ী স্থাপনা নির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের প্রধান প্রকৌশলী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: স্কুলে ভর্তি আবেদনের সময় বাড়ছে না

অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বর্তমানে ভাড়া করা বাড়িতে আমাদের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভাড়া ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে নিজস্ব ক্যাম্পাসে ফেরার প্রত্যাশা করছি। সেজন্য আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সিংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করছি।


সর্বশেষ সংবাদ