ঢাবির ৫৩তম সমাবর্তনে জবি শিক্ষকের স্বর্ণপদক লাভ 

মো. মতিয়ার রহমান
মো. মতিয়ার রহমান   © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর প্রভাষক মো. মতিয়ার রহমান স্বর্গীয়া অনিমা রাণী সাহা স্মৃতি স্বর্ণপদক অর্জন করেছেন। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তনে মো. মতিয়ার রহমানকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ পদক তুলে দেন। 

জানা যায়, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিএড (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেওয়া হয়। ২০১৭ সালের বিএড (সম্মান) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তিনি এই স্বর্ণপদক লাভ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। 

পদক পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো মতিয়ার রহমান আনন্দ ও উচ্ছাস প্রকাশের পাশাপাশি তাঁর বাবা-মা, ভাই-বোন, সম্মানিত শিক্ষকবৃন্দ, ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এই পদক তাঁর বোন নাসরিন আক্তার বিউটি-কে উৎসর্গ করে বলেন, ‘আপুর অকৃত্রিম ভালোবাসা ও সার্বিক সহায়তা ছাড়া আমি কখনোই আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না। আমার শিক্ষাজীবনের শুরু থেকে এখন পর্যন্ত তিনি আমাকে সব ধরনের সহায়তা করে আসছেন। তিনি পদক লাভের আনন্দ তাঁর বর্তমান কর্মস্থল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সাথে ভাগাভাগি করেছেন।’


সর্বশেষ সংবাদ