ইডেনের নবীনবরণ ২০ নভেম্বর, প্রধান অতিথি শিক্ষামন্ত্রী

ইডেন কলেজ
ইডেন কলেজ  © সংগৃহীত

২০২১-২২ শিক্ষারবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ইডেন মহিলা কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কলেজ অধ্যক্ষ বলেন, নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আমরা ইতিমধ্যে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ন করেছি। এ আয়োজনটা ছিলো কলেজের বিভাগগুলোর উদ্যোগে। বিভাগীয় পর্যায়ে এ আয়োজন শেষে নবীন শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান শুরু হয়েছে।

অধ্যাপক সুপ্রিয়া বলেন, বিভাগগুলোর একক আয়োজন শেষে আমরা বলেছিলাম একসঙ্গে সব বিভাগের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করবো। সেটিই আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্রী ডা. দীপু মনি। এছাড়া কলেজের সবগুলো বিভাগের বিভাগীয় প্রধানরাও উপস্থিত থাকবেন। 

এর আগে গত ১ নভেম্বর কলেজের বিভাগগুলোর নিজস্ব উদ্যোগে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। সে সময় বিভাগীয় প্রধানসহ বিভাগের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইডেন কলেজ মাঠে চলছে ডিজিটাল সমাবর্তনের প্রস্তুতি

বিভাগগুলোর উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ অনুষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মে শিক্ষার্থীদের ক্লাসে ৭৫% উপস্থিত থাকার আহবান জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ইনর্কোস, টেস্ট পরীক্ষা, ক্লাসের বিভিন্ন এসাইনমেন্টসহ সকল বিষয় মেনে চলার নির্দেশনা দেয়া হয়।


সর্বশেষ সংবাদ