ইবিতে ৭২ শতাংশ আসন ফাঁকা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৮:২৩ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২২, ০৮:২৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি চলছে। প্রথম মেধাতালিকা থেকে ৫৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
আইসিটি সেল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন রয়েছে এক হাজার ৯৯০ টি। ফলে মোট আসনের ৭২ শতাংশ ফাঁকা রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ‘এ’ ইউনিটে ২২৬, ‘বি’ ইউনিটে ১৮৬ এবং ‘সি’ ইউনিটে ১৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
রবিবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া।
তিনি বলেন, দ্বিতীয় মেধাতালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে। যারা ভর্তি হয়েছে তারা অন্য বিশ্ববিদ্যালয়েও সাবজেক্ট পেয়েছে। এ জন্য অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এখন সঠিক বলা যাচ্ছে না কয়বার মেধাতালিকা প্রকাশ করা লাগবে। কয়েকবার মেধাতালিকা প্রকাশের পর হয়ত বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধের তারিখ ঘোষণা করা হতে পারে।
এর আগে গত ২৯ অক্টোবর প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে ১৯৯০ টি আসনের বিপরীতে ভর্তি আবেদন জমা পড়ে ৪২ হাজার ৪২৯ টি। এতে প্রতি আসনে লড়েছেন ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩ টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও ‘সি’ ইউনিট ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে।