বিশ্ববিদ্যালয়, মেডিকেলের সিন্ডিকেটে জেলা প্রশাসকদের যুক্ত করতে চায় সরকার

ইউজিসি
ইউজিসি   © টিডিসি ফটো

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা কমিটিতে (সিন্ডিকেট) জেলা প্রশাসকদের যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।  ডিসি সম্মেলনে ডিসিদের দাবি অনুযায়ী এ উদ্যোগ নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রোববার (১৬ অক্টোবর) সংবাদকে এ তথ্য জানিয়ে ইউজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেটে জেলা প্রশাসকদের (ডিসি) নিয়োগ দিতে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রণালয় থেকে একটি চিঠি তারা পেয়েছেন।’

তবে ইউজিসি মনে করছে, বিদ্যমান আইন অনুযায়ী এটি বাস্তবায়ন সম্ভব নয়। ইউজিসি আইনে বলা হয়েছে, সিন্ডিকেট সদস্য হবেন অন্তত যুগ্ম সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা। কিন্তু ডিসিরা হলেন উপসচিব পদমর্যাদার।

আরও পড়ুন: ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর

এ বিষয়ে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘দেশের ৫৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে তাতে যুগ্ম সচিব পদমর্যাদার নিচের কাউকে সিন্ডিকেট সদস্য রাখার সুযোগ নেই। এরপরও যদি ডিসিদের সিন্ডিকেটে যুক্ত করতে হয় সে ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে হবে।’

দেশে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৯টি। এছাড়া মেডিকেল কলেজ আছে ১১০টি, যার মধ্যে সরকারি ৩৭টি ও বেসরকারি ৭৩টি।

ডিসিদের সিন্ডিকেটে যুক্ত করার বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়া বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। এর বেশি কিছু বলা সম্ভব না।’

জানা গেছে, জেলা প্রশাসক সম্মেলন-২০২২ এর সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা কমিটিতে ডিসিদের অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ডিসি সম্মেলনে ডিসিরা যুক্তি দেখান বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা নিরসনে তারা কোন ভূমিকা পালন করতে পারেন না। ডিসিরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের কথা সম্মেলনে তুলে ধরেন। এসব বিষয় বিবেচনায় ডিসিরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যুক্ত হওয়ার দাবি জানান।

তবে ডিসিদের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সিন্ডিকেটে যুক্ত করার উদ্যোগের বিরোধিতা করছেন বিশেষজ্ঞরা।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, ‘এখানে কেবলমাত্র চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিদের যুক্ত করার দরকার ছিল, সেখানে ব্যবসায়ী ও প্রশাসনকে করা হচ্ছে। চিকিৎসার ব্যবস্থার জন্য এটি খুবই খারাপ পদক্ষেপ। সরকারের এমন সিদ্ধান্ত মেডিকেল কলেজগুলো ধ্বংস ডেকে আনবে।’

এ বিষয়ে ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘এই সিদ্ধান্ত একেবারেই অনাকাক্সিক্ষত। শিক্ষাবিদ ও শিক্ষক ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যুক্ত করার উদ্যোগ ভালো ফল বয়ে আনবে না।’

কুদরত ই খুদা শিক্ষা কমিশনের শিক্ষানীতিতে শিক্ষকদের দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার কথা বলা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সব জায়গায় আমলা বসাতে হবে কেন? এতে বিশ্ববিদ্যালয়গুলোর সর্বনাশ হয়ে যাবে।’

 


সর্বশেষ সংবাদ