ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৫:৫৯ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২২, ০৬:২৪ PM
প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থীরা। রবিরার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা।
জানা গেছে, উর্দু বিভাগে ১৯-২০ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করা হয় গত ২৫ আগষ্ট। কিন্তু প্রকাশিত ফলাফল কাঙ্খিতমানের না হওয়ায় তা পুনঃমূর্যায়নের দাবি জানানো হয়। পরে এ সমস্যা সমাধানের জন্য একাধিকবার বিভাগের সভাপতি ও ছাত্র উপদেষ্টা সময় নেয়। প্রায় দুই মাস হয়ে গেলেও এটা সমাধানের কোন কার্যকরী উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বিভিন্ন অজুহাতে দেখিয়ে কালক্ষেপণ এবং সেই ফলাফল পুনর্মূল্যায়ন না করেই নতুন সেমিস্টারে পরীক্ষার তারিখ ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ এই কর্মসূচি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
আরও পড়ুন:ইয়েস প্রোগ্রামে আমেরিকায় পড়ার সুযোগ
শিক্ষার্থীরা জানিয়েছে, চারবার সময় নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সমস্যাগুলোর সমাধান দিতে পারেনি। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিলো যে, আমাদের সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার তারিখ দেওয়া যাবেনা। কিন্তু আজকে আমাদের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা ফের আন্দোলন নেমেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ ব্যাপারে উর্দু বিভাগে সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের এই সমস্যা নিয়ে ছাত্র উপদেষ্টা দপ্তরে বসেছি। আশা করি আজকে এই সমস্যার সমাধান হবে।’