বিশ্ব মেরুদণ্ড দিবস

শিশুদের মেরুদণ্ডে সমস্যার বড় কারণ ভারী স্কুল ব্যাগ

ভারী স্কুল ব্যাগ
ভারী স্কুল ব্যাগ  © সংগৃহীত

'মেরুদণ্ড আপনার অমূল্য সম্পদ, মেরুদণ্ডকে সুস্থ রাখতে হবে’- এ প্রতিপাদ্যে এ বছর বিশ্ব স্পাইন দিবস-২০২২ উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ নিউরো স্পাইন সোসাইটি। 

সেমিনারে আলোচকরা জানান, দশম শ্রেণির আগে স্কুলে ভারী ব্যাগ বহনের ফলে শিশুরা মেরুদণ্ডের নানা সমস্যা নিয়ে বেড়ে ওঠছে। তারা জানান, আমাদের শিশুরা দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ভারী স্কুলব্যাগ বহন করে। তাদের জন্য স্কুলে ব্যবহৃত বেঞ্চ বা চেয়ারগুলো স্বাস্থ্যসম্মত নয়। পাশাপাশি, দীর্ঘসময় ভারী ব্যাগ বহনের কারণে অনেকের মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, এতে তাদের পিঠে-ঘাড়ে চাপ পড়ে। ফলে, অল্প বয়স থেকেই শিশুরা মেরুদণ্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে। যা, তাদের ৪০-৫০ বছর বয়সে পৌঁছালে মেরুদণ্ডজনিত সমস্যায় প্রকট হয়।

আলোচকরা বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদেরও; যারা দীর্ঘক্ষণ দাড়িয়ে ক্লাস নেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহনেওয়াজ বারী ও ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. ইসমে আজক জিকো  এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে জানানো হয়েছে, বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষের মেরুদণ্ডের সমস্যা রয়েছে। প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ হাজার এ ধরনের রোগী চিকিৎসা সেবা নেন। বাংলাদেশের মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে মাত্র ২১২ জন; যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়াও, বিশ্বের ৫৪ কোটি মানুষ মেরুদণ্ডের সমস্যায় ভুগছে বলে জানান তারা। 

আরও পড়ুন: ইয়েস প্রোগ্রামে আমেরিকায় পড়ার সুযোগ

সেমিনারে মূল প্রবন্ধে জানানো হয়েছে, প্রতিবছর এ রোগে আক্রান্ত ৪০ হাজার রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন। এদের অধিকাংশই থেকে যান চিকিৎসার বাইরে। তাছাড়া ব্যয়বহুল হওয়ায় অনেকে চিকিৎসা ব্যয় বহন করতে পারেন না। বিভিন্ন চিকিৎসাসেবা কেন্দ্রগুলোকে বিশ্বমানের করা প্রয়োজন। বর্তমান বাংলাদেশে নিউরো সার্জারির এমএস কোর্স চালু করা হয়। এছাড়াও, বাংলাদেশে বর্তমানে উন্নতমানের নিউরো স্পাইনের সব ধরনের চিকিৎসা করা হয়ে থাকে। 

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার আগামী ২০২৫ সালের মধ্যে মেরুদণ্ডের চিকিৎসাসেবা কার্যক্রম জেলা পর্যায়ে পৌঁছাতে কাজ করছে। বাংলাদেশে বিগত দিনের তুলনায় স্পাইন রোগের চিকিৎসা অনেক দূর এগিয়েছে। বর্তমানে কমসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ঘাটতি ও আর্থিক অসচ্ছলতার কারণে দেশের জনগোষ্ঠীর ৫০ শতাংশ চিকিৎসা সেবার বাইরে রয়েছে বলে জানান তিনি। 

নিউরো স্পাইন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজাল হোসেন, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, অধ্যাপক ডা. হারাধন দেবনাথ, হেপাটোলিবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মহছেন চৌধুরী, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সাঈদা শওকত, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ