ইডেনে সাংবাদিক প্রবেশ করানোর অভিযোগে ছাত্রলীগ নেত্রীকে শোকজ
ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কলেজের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করানোর অভিযোগ এনে কেন আবাসিক হলের সিট বাতিল করা হবে না মর্মে শোকজ করা হয়েছে সদ্য বহিস্কৃত এক ছাত্রলীগ নেত্রীকে। শোকজের চিঠি পাঠানো ওই ছাত্রলীগ নেত্রীর নাম সুস্মিতা বাড়ৈ ৷
১৩ অক্টোবর (বৃহস্পতিবার) শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এই জবাব চাওয়া হয়। এতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর (শনিবার) রাতে কলেজের ২নং মূল গেইটের তালা জোরপূর্বক খুলে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশ করানো, ২৫ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবারো ২নং ও ৩নং গেইট দিয়ে সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশ করানো, হোস্টেল থেকে ছাত্রীদের বের হতে বাঁধা প্রদান করা, হোস্টেলের দারোয়ানের কাছ থেকে চাবির গোছা নিয়ে ফেলে দেওয়া এবং ছাত্রীরা অভিযোগ করেছেন তাদের মোবাইল কেড়ে নিয়েছেন৷
আরও পড়ুন: দাম বাড়লেও মান বাড়েনি, একই মেন্যুতে চলছে রাবির ডাইনিং-ক্যান্টিন
হল কর্তৃপক্ষের ঐ চিঠিতে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাত ও ২৫ সেপ্টেম্বর দিনে সংঘঠিত অনাকাঙ্খিত ঘটনা সমূহ তদন্তের লক্ষ্যে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আপনার হলের সিট কেন বাতিল করা হবে না তার সন্তোষজনক লিখিত জবাব আগামী ১৬ অক্টোবর দুপুর ১২ টার মধ্যে হল কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে।
তবে এসব ঘটনায় আরও অনেককেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছত্রীনিবাসের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার। তিনি বলেন, আমাদের হোস্টেলের কিছু নিয়ম কানুন আছে। রাতে কোন মেয়ে হল থেকে বের হতে হওয়ার নিয়ম নেই৷ প্রেডিডেন্ট সেক্রেটারি সহ যে কেউ শৃঙ্খলাবিরোধী কাজ করলে আমরা শোকজ দেই৷ শুধু ওকেই (সুস্মিতা বাড়ৈ) তো শোকজ করিনি৷ পূর্বের ঘটনায় প্রেসিডেন্ট (তামান্না জেসমিন রিভা) সেক্রেটারি (রাজিয়া সুলতানা) কেও শোকজ দিয়েছি৷ হলে যে কেউ বিশৃঙ্খলা করলে নোটিশ দেওয়া হয়। কোন কোন সময় মৌখিক ভাবেও বলা হয়৷ এটা আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম৷
তবে এসব বিষয়ে কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান সুস্মিতা বাড়ৈ। তিনি বলেন, কলেজে সাংবাদিক প্রবেশ করানোর বিষয়ে আমার মোটেও সম্পৃক্ততা নেই। আমি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছি। যে ঘটনার সাথে আমি সংশ্লিষ্ট নই সে বিষয়ে কোন কিছু বলারও নেই।
প্রসঙ্গত, গত মাসের ২৪ তারিখ ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে রাত এগারোটার দিকে রাজধানীর ইডেন মহিলা কলেজে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া। এই ঘটনার প্রেক্ষিতেই কোন্দলে জড়িয়ে পরে উভয় পক্ষ। পরবর্তীতে ছাত্রলীগের সবধরনের কার্যক্রমে স্থগিতাদেশও দেওয়া হয়।