১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৬

সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হবে বেরোবি: উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি  © ফাইল ছবি

স্বল্প সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পুরোপুরি সেশনজটমুক্ত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৮ম ব্যাচের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেরোবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সেশনজট অনেকটাই কমে এসেছে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন কাতার ইউনিভার্সিটিতে

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান অংশগ্রহণ করেন।

এছাড়াও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী রায়হান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগের প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক ড. মো. মিজানুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শারমিন, আসিফ আল মতিন, কাশফিয়া ইয়াসমিন অন্বাসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।