৪৪তম বিসিএস প্রিলিতে অনুপস্থিত ৭৪ হাজার প্রার্থী

৪৪তম বিসিএস প্রিলিতে অনুপস্থিত ৭৪ হাজার প্রার্থী
৪৪তম বিসিএস প্রিলিতে অনুপস্থিত ৭৪ হাজার প্রার্থী  © সংগৃহীত

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে আবেদনকারী প্রায় ৭৪ হাজার প্রার্থী পরীক্ষা অংশ নেননি। পরীক্ষা শেষে শুক্রবার (২৭ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরাত শারমিন বলেন, এবার ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেছে ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। সেই হিসাবে ৭৩ হাজার ৯৫৬ জন, অর্থাৎ মোট আবেদনকারীর ২১ শতাংশ পরীক্ষার হলে অনুপস্থিত ছিলেন।

এর আগে, এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

আরও পড়ুন: পরীক্ষায় প্রশ্নফাঁস বা অন্য কোনো সমস্যার খবর পাইনি: পিএসসি চেয়ারম্যান

গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ ডিসেম্বর, শেষ হয় ২ মার্চ।

ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, কোথাও কোনও অঘটন ঘটেনি। খুলনায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন নারী পরীক্ষা গর্ভবতী থাকায় তার জন্যও পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৪৪তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৪৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪০১ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ২০ জন ও কারিগরি শিক্ষায় ৩৫৫ জন নিয়োগ পাবেন।


সর্বশেষ সংবাদ