স্বাস্থ্য ক্যাডারে দ্বিতীয় ময়মনসিংহ মেডিকেলের শশী
৪০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ডা. মালিহা সামিহা শশী। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, ডা. মালিহা সামিহা শশী রংপুরের পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের কুতুববাস গ্রামের বাসিন্দা বাংলাদেশ রেলওয়ে ডেপুটি ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড চিফ অ্যাকাউন্টস অফিসার সাইফুল ইসলাম ও সাবেক প্রধান শিক্ষক নাসিমা আখতার দম্পতির সন্তান। তিনি পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত।
দিনাজপুরের পার্বতীপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন শশী। ২০১২ সালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেন এইচএসসি। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন শশী । এছাড়াও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে গাইনি অ্যান্ড অবসে পার্ট-১ এবং লন্ডন থেকে এমআরসিওজি পার্ট-১ করেছেন শশী।
আরও পড়ুন: স্বাস্থ্য ক্যাডারে প্রথম ঢাকা মেডিকেলের নাফি
স্বাস্থ্য ক্যাডারে দ্বিতীয় স্থন অর্জনের পর সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শশী। পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! ৪০তম বিসিএসে দ্বিতীয় অবস্থান নিয়ে আবারো সহকারী সার্জন হিসেবে আমাকে সুপারিশ করা হয়েছে। আমার এ অর্জনের জন্য আব্বু-আম্মু আর স্বামী মাহে আলমের অবদান স্বীকার না করলেই নয়।’
তথ্যমতে, ২০১৮ সালে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলেন ৩ লাখ ২৭ হাজার জন। এদের মধ্যে পাশ করেছিলেন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়ার কথা থাকলেও সেটি বাড়ানো হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানোর কথা রয়েছে।