৪৩তম বিসিএস: ১৭৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়  © ফাইল ফটো

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য জনপ্রশাসনের ১৭৭ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৮ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোর সকাল ১০টায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ১৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে দায়িত্ব পালন করবেন। ১০জনকে অতিরিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা ২৯ অক্টোবর ভোর ৪টায় পিএসসিতে রিপোর্ট করবেন।

ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ