২৭ মে ২০২১, ০৯:৩৮

শিগগিরই নিয়োগ পরীক্ষা শুরু হবে: পিএসসি চেয়ারম্যান

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন  © ফাইল ফটো

করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা কমে আসায় শিগগিরই নিয়োগ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। একটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, করোনাভাইরাস পরিস্থতি যেহেতু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই আমরা সহসাই স্থগিত পরীক্ষাগুলো নেওয়া শুরু করবো। এরমধ্যেও যেগুলো নিয়ে সম্ভব সেগুলোর কাজ করেছি। এখন যেহেতু সংক্রমণ কমেছে, আশা করছি আরো কমবে। এরমধ্যেই কাজ করতে হবে আমাদের।

পড়ুন: সবুজ সংকেত পেলে ব্যাংকের নিয়োগ পরীক্ষা: আরিফ হোসেন খান

পরিস্থিতি অনুকূলে আসলে পর্যায়ক্রমে স্থগিত পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, বিদ্যমান পরিস্থতিতে চাকরি প্রার্থীরা যেমন উদ্বিগ্ন, তেমনি চাপ আছে আমাদের ওপরও। আমরা এই চাপটা তীব্রভাবে অনুভব করছি। যত তাড়াতাড়ি সম্ভব সব পরীক্ষা শুরু করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।