৫০তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা চূড়ান্ত, বিজ্ঞপ্তি কবে?
৫০তম বিসিএসের সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এখনও নির্ধারণ করেনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। তবে চলতি মাসেই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার কয়টি ক্যাডার পদ থাকছে, ইতিমধ্যে তাও চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) পিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, অল্প সময়ের ব্যবধানে চিকিৎসকদের জন্য ৪৮তম এবং শিক্ষা ক্যাডারের ৪৯তম বিশেষ বিসিএস আয়োজন করা হয়েছে। সে কারণে রোডম্যাপ অনুযায়ী, নভেম্বরের শুরুতে ৫০তম বিসিএসের সার্কুলার হয়নি। তবে চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
সূত্রটি আরও জানায়, ৫০তম বিসিএসের ক্যাডার পদ থাকছে ১ হাজার ৭৬০টি। নন-ক্যাডার পদ কয়টি থাকবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। দ্রুতই এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।
আরও পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শেষ আজই, আবেদন কমছে অর্ধলাখ
বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি মাসেই ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন সবাই। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।’