০৮ আগস্ট ২০২৫, ০৮:৩০

মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের দশম গ্রেডে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন  © ফাইল ফটো

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের দশম গ্রেডের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদে নিয়োগের বাছাই পরীক্ষার (এমসিকিউ) তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের বাছাই (এমসিকিউ) পরীক্ষা নির্ধারিত কেন্দ্রসমূহে বর্ণিত তারিখ, সময় ও আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীদের উত্তরপত্রে নিজ নাম, জেলা এবং রেজিস্ট্রেশন নম্বর কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে লিখে নিচের সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পরিদর্শকগণের নির্দেশনামতে হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট-১, সেট-২, সেট-৩ এবং সেট-৪। প্রতি সেট প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রঙে মুদ্রিত। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তাকে অনুরূপ একই সেট নম্বরের প্রশ্নপত্র দেয়া হবে। 

আরও পড়ুন: মেডিকেল কলেজ নিয়ে বড় উদ্যোগ সরকারের, আসছে অভিন্ন নীতিমালা

উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্ন পত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থী উত্তর প্রদান শুরু করবেন। বেলা ৩টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী কেন্দ্র থেকে বের হতে পারবেন না। 

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করবেন। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। তারা প্রশ্নপত্র নিয়ে যাবেন। বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে।