৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে—জানাল পিএসসি
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী ১৯ জুন এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে।
আজ মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর আগামী ১০ ডিসেম্বর এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করবে সাংবিধানিক সংস্থাটি।
২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। পরে ২০২৪ সালের ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ৩১ জানুয়ারি।
আরও পড়ুন: তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।