৪৭তম বিসিএস প্রিলির সম্ভাব্য সময় জানালেন পিএসসি চেয়ারম্যান
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে আয়োজন করা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই সময়সীমার মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
পিএসসি চেয়ারম্যান বলেন,‘৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শেষ হওয়ার পর পূর্ণ কমিশনের সভায় পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হবে। আমাদের পরিকল্পনা হলো জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন: ১৪ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে স্থবিরতা, ব্যাহত শিক্ষাকার্যক্রম
৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হবে জানিয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেম আরও বলেন, ‘নির্ধারিত অর্থাৎ আগামী ২৭ ফেব্রুয়ারি ৪৭তম বিসিএসের আবেদনের সময় শেষ হবে।’
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।