০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫

পিএসসি’র তিন সদস্যকে শপথ না পড়াতে চিঠি ঢাবি শিক্ষার্থীদের

সুপ্রিম কোর্ট  © ফাইল ছবি

পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া বিতর্কিত তিন সদস্যের শপথ না পড়াতে চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এ চিঠি পাঠানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে  জালাল আহমদ এবং আল আমিন মীরা এই চিঠি জমা দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাদের শপথ অনুষ্ঠান নির্ধারণ করা হয়েছে। তাই আমরা এই তিনজন সদস্যের শপথ বাক্য পাঠ না করানোর জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। 

তিন বিতর্কিত সদস্য হলেন- ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ এবং ড. মো. মিজানুর রহমান। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে নিউজ প্রকাশিত হয়েছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘পিএসসির দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় এবং গণঅভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে উক্ত তিনজন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো থেকে বিরত থাকার জন্য প্রধান বিচারপতির প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।’