ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে ২৮ মে

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টরদের নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২৮ মে থেকে শুরু হতে পারে। জুনিয়র ইন্সট্রাক্টরদের শেষ ধাপের মৌখিক পরীক্ষা চলাকালীন এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

গতকাল রবিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, আগামী ২ মে থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদেরদের তৃতীয় ধাপের ভাইভা শুরু হবে। যা চলবে ২৭ মে পর্যন্ত। এরপর ২৮ মে থেকে ইন্সট্রাক্টরদেরদ মৌখিক পরীক্ষা শুরু করা হবে। এভাবেই পরিকল্পনা করা হয়েছে। ক্যাডার এবং নন-ক্যাডারের মৌখিক পরীক্ষা একসঙ্গে চলবে।

ওই কর্মকর্তা আরও জানান, আগামী ৮ মে থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ১১টি বোর্ডে ভাইভা চলবে। এর মধ্যে ৬টি বোর্ড বিসিএসের ভাইভা নেবে। আর ৫টি বোর্ডে জুনিয়র ইন্সট্রাক্টরদের এবং ইন্সট্রাক্টরদের ভাইভা চলবে।

 

সর্বশেষ সংবাদ