১৬ অক্টোবর ২০২৩, ১৯:৩৮

ক্যাডার চয়েসের আবেদনে তিন সুযোগ পিএসসি’র

সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

এখন থেকে বিসিএসের ক্যাডার, নন-ক্যাডার চয়েস লিস্ট তিনবার সাবমিটের সুযোগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪১তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দক্রম দেওয়ার সময় থেকে এটি বাস্তবায়ন করা হবে।

জানা গেছে, এতদিন ক্যাডার কিংবা নন-ক্যাডারের পছন্দক্রম নির্ধারণ করার পর একবারই সাবমিট করার সুযোগ পেতেন চাকরিপ্রার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী এই সুযোগ তিনবার পাবেন তারা। প্রথমবার পছন্দক্রম সাবমিট করার পর ভুল সংশোধন কিংবা চয়েসলিস্ট পরিবর্তনের জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বার সাবমিট করার পর তৃতীয়বারও সুযোগ দেওয়া হবে। তৃতীয়বার সাবমিট করার পর সেটি চূড়ান্ত বলে গণ্য করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সম্প্রতি পছন্দক্রম নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। বিষয়টি পিএসসি’র দৃষ্টিগোচর হয়েছে। সেজন্য এখন থেকে পছন্দক্রম তিনবার সাবমিট করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: ৪১তম বিসিএসে নন-ক্যাডারের পদ কত—জানাল পিএসসি

ওই কর্মকর্তা আরও জানান, কোনো প্রার্থী প্রথমবার পছন্দক্রম ঠিক করার পর তাকে জিজ্ঞেস করা হবে আপনি পছন্দক্রম পুনরায় নির্ধারণ করতে চান কি না। দ্বিতীয়বার পছন্দক্রম সাবমিটের সময়ও একই কথা জিজ্ঞেস করা হবে। তৃতীয়বার সাবমিটের পূর্বে প্রার্থীকে সতর্কবার্তা দেওয়া হবে। তৃতীয়বার পছন্দক্রম সাবমিটের পর সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পছন্দক্রম সাবমিট করার ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। ৪১তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দক্রম দেওয়ার সময় থেকেই এটি বাস্তবায়ন করা হবে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে ৪১তম বিসিএসের নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য প্রাথমিকভাবে এক হাজারের বেশি পদের তালিকা পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পদসংখ্যা বাড়বে নাকি কমবে সে বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রাথমিকভাবে এক হাজারের বেশি পদে নিয়োগের চাহিদা পাওয়া গেছে। তবে এটি প্রাথমিক তথ্য। এই সংখ্যা বাড়তে কিংবা কমতে পারে। বিষয়টি চূড়ান্ত করতে গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে সেই চিঠির জবাব এখনো দেয়নি মন্ত্রণালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র পরীক্ষা শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠির জবাব পেতে আরও কিছুদিন সময় লাগবে। আমাদের চিঠির প্রেক্ষিতে তারা এখন বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে খোঁজ নেবে। নতুন করে কোথাও কোনো পদ শূন্য হলে সেটি তারা নোট করবে। এরপর কত পদে নিয়োগ দেওয়া যাবে তা আমাদের জানাবে। এরপর আমরা বিজ্ঞপ্তি জারি করবো।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে আমরা একটি তালিকা পেয়েছিলাম। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তির আগে পদ বাড়বে কি না সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর কত পদে নিয়োগ দেওয়া যাবে সেটি বলা যাবে।

গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।