১১ মে ২০২৩, ২০:৩২

পিএসসিতে নিয়োগ পেলেন নতুন ৪ সদস্য

পিএসসিতে নিয়োগ পেলেন নতুন ৪ সদস্য  © টিডিসি ফটো

সাবেক এক পুলিশ কর্মকর্তা ও সাবেক তিন সবিচকে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানায়। তারা সকলেই দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী ০৫  বছর বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।

পিএসসির সদস্য পদে নিয়োগ পাওয়া চারজন হলেন- সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী ও সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়।

আরও পড়ুন: পিএসসির নামে ফেসবুক পেজটি ভুয়া

সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিআরএল ভোগরত প্রাক্তন অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) মোহা. শফিকুল ইসলাম (বিপি নম্বর ৬২৮৯০২০৯১৪), বিপিএম (বার)-কে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ (পাঁচ) বছর বা তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।