৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাচ্ছে প্রায় ৫শ’ চিকিৎসক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

৪৫তম বিসিএসের মাধ্যমে প্রায় ৫শ’ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।  চলতি মাসেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

জানা গেছে, করোনাকালীন ৩৯তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে প্রায় সাড়ে হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ৪২তম বিসিএসেও চার হাজারের বেশি চিকিৎসক নিয়োগ পান। তবে সাধারণ বিসিএসে একসঙ্গে এত বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি।

এর আগে ৪০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ১১২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ৪১তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে পদ সংখ্যা ১১০টি। এছাড়া ৪৩তম এবং ৪৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে কোনো পদ নেই। 

পিএসসি সূত্রে জানা গেছে, আগামী ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে প্রায় দুই হাজার ৩০০ বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে পদ সংখ্যা প্রায় ৫০০। 

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র এক কর্মকর্তা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ৪৫তম বিসিএসের মাধ্যমে প্রায় ২ হাজার ৩০০ ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে ৪৫০ থেকে ৫০০ জন।

৪৫তম বিসিএসের পদ সংখ্যা সম্পর্কে জানতে চাইলে পিএসসি সচিব মু: আ: হামিদ জমাদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৫তম বিসিএসের পদ সংখ্যা নিয়ে আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। দুই হাজারের বেশি ক্যাডার পদ রয়েছে। ক্যাডার পদ কিছুটা কম-বেশি হতে পারে। নন-ক্যাডারের পদ সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব নয়।


সর্বশেষ সংবাদ