২৯ অক্টোবর ২০২২, ১২:২৯

পিএসসির সামনে লাগাতার অবস্থানের ঘোষণা ৪০তম বিসিএসের চাকরিপ্রত্যাশীদের

পিএসসির সামনে লাগাতার অবস্থানের ঘোষণা ৪০তম বিসিএসের চাকরিপ্রত্যাশীদের
৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশী ও চাকরিপ্রার্থী বেকার ছাত্রসমাজের কর্মসূচি  © ফাইল ছবি

৪০তম বিসিএসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের ৬ দফা দাবি মেনে না নেয়ায় পিএসসির সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। আগামীকাল রোববার (৩০ অক্টোবর) ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশী ও চাকরিপ্রার্থী বেকার ছাত্রসমাজ এ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তারা বলেছেন, গত ৬ অক্টোবর পিএসসির সামনে মানববন্ধন, ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ৬ দফা দাবি উত্থাপন ও ৫ দিনের আল্টিমেটাম, ২০ অক্টোবর দেশের ৮ বিভাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃক ৬ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আরো পড়ুন: পিএসসিকে দেয়া আল্টিমেটামের সময় বর্ধিত করলো চাকরিপ্রার্থীরা

পরে ২৪ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্টিমেটাম ২৯ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়। এরপরও পিএসসি থেকে আশানুরূপ কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এজন্য ৩০ অক্টোবর ৬ দফা দাবি পূর্ণ বাস্তাবায়নের জন্য পিএসসির সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।