বিশ্বের সবচেয়ে দূষিত দশ শহরের ৭টিই ভারতের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ০৭:২৮ PM , আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৭:২৮ PM
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা প্রকাশ করেছে বিশ্ব পরিবেশ সংস্থা গ্রিনপিস-এর দক্ষিণ এশীয় শাখা। এতে প্রায় তিন হাজার শহরের চিত্র উঠে এসেছে। তালিকায় শীর্ষ দূষিত প্রথম দশের ৭টিই ভারতের; যার বেশিরভাগই রাজধানী দিল্লি সংলগ্ন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বাতাসে ভাসমান ধূলিকনার নিরিখে তালিকার শীর্ষে রয়েছে গুরুগ্রাম। সেখানে প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১৩৫.৮ মাইক্রোগ্রাম। দ্বিতীয় স্থানে রয়েছে গাজিয়াবাদ। সেখানে প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১৩৫.২ মাইক্রোগ্রাম। বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১২৯.১ মিলিগ্রাম হওয়ায় চতুর্থ স্থানে রয়েছে ফরিদাবাদ। বিওয়াড়ি (১২৫.৪), নয়ডা (১২৩.৬), পটনা (১১৯.৭), এবং লখনউ (১১৫.৭) রয়েছে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং নবম স্থানে।
তালিকায় তৃতীয় ও দশম স্থানে রয়েছে পাকিস্তানের দুই শহর- ফয়জলাবাদ (১৩০.৪) এবং লাহৌর (১১৪.৯)। চিনের হোতান রয়েছে অষ্টম স্থানে। সেখানে প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১১৫ মাইক্রোগ্রাম।