সরকারি সিদ্ধান্তের ৪ দিন পর সশরীরে ক্লাস শুরু করবে গবি

সরকারি সিদ্ধান্তের ৪ দিন পর সশরীরে ক্লাস শুরু করবে গবি
সরকারি সিদ্ধান্তের ৪ দিন পর সশরীরে ক্লাস শুরু করবে গবি  © ফাইল ছবি

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। শনিবার (২০ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে গণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হবে।

এতে বলা হয়েছে, করোনা ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবে সরকার ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী সকলের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এবং ক্যাম্পাসে প্রবেশের সময় প্রধান ফটকে সংশ্লিষ্টদের আইডি কার্ড, ভ্যাক্সিন গ্রহন টিকা কার্ড/সনদ প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: যবিপ্রবিতে সশরীরে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

উপরোক্ত নির্দেশনা পালন সাপেক্ষে শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগের সাথে যোগাযোগ করে রুটিন অনুযায়ী ক্যাম্পাসে এসে সশরীরে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বলা যাচ্ছে।

সশরীরে ক্লাস চালুর খবরে খুঁশি শিক্ষার্থীরাও। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী শায়লা শারমিন বলেন, আমাদের যেহেতু এটাই শেষ সেমিষ্টার তাই শেষ সময়টা অন্তত ক্যাম্পাসে থাকবো এটা সবসময়ই চেয়েছিলাম।

তিনি বলেন, এ সেমিষ্টারে গুরুত্বপূর্ণ কিছু ব্যবহারিক ক্লাস রয়েছে যেটা অনলাইনে সম্ভব হতো না। এমনিতেও অনলাইন ক্লাসগুলো অফলাইনের কখনোই হয় না। সবদিক থেকে বিবেচনা করে আমি অনেক খুঁশি।

এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান চালু করা হবে।


সর্বশেষ সংবাদ