শেষ হলো গ্রিন ইউনিভার্সিটির দুই দিনব্যাপী আইটিডি সম্মেলন

আইটিডি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিশিষ্টজনেরা
আইটিডি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিশিষ্টজনেরা   © টিডিসি ফটো

নানা আয়োজনের মধ্য দিয়ে ‘ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট- আইটিডি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের বিজনেস, ল’ এবং আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সেস অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। 

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ধারণায় নেতিবাচক পরিবর্তন এসেছে। অথচ বিশ্ববিদ্যালয় শুধু পড়ানো ও শেখার জায়গা নয়, নতুন নতুন আইডিয়া ও জ্ঞান তৈরিই বিশ্ববিদ্যালয়ে মূল কাজ।

ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ধারণা নিয়ে এ ধরনের সম্মেলন এই নতুন জ্ঞান তৈরিতে বড় ধরনের অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক আব্দুল মান্নান। 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, প্রতিযোগিতার বিশ্বে সবকিছুই এখন বুলেট ট্রেনের গতিতে চলছে। যার সঙ্গে তাল মিলিয়ে গ্রিন ইউনিভার্সিটিও এগিয়ে যাচ্ছে। বর্তমানে দুটি সম্মেলন তথা ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৪.০’ এবং ‘ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ সম্মেলনের মাধ্যমে এই গতি আরও বৃদ্ধি পাবে।

সম্মেলন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই। এক্ষেত্রে আইটিডি সম্মেলন গ্রিন ইউনিভার্সিটির বুদ্ধিবৃত্তিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে।

দুই দিনব্যাপী সম্মেলনে সফলতার নানা দিক তুলে ধরেন জেনারেল চেয়ার ও বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে এম ওয়াজেদ কবির প্রমুখ। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।

প্রসঙ্গত, সম্মেলনের দ্বিতীয় দিন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর প্যাট্রিক ডোউঘের্টি, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফকরুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব স্যোশাল রিসার্চ-এর চেয়ারম্যান ড. খুরশেদ আলম, রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ মূল প্রবন্ধ পাঠ করেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence