অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, সিটি ইউনিভার্সিটিকে সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা

২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৫ AM
তিন কিস্তিতে এসব টাকা জমা দিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত

তিন কিস্তিতে এসব টাকা জমা দিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত © ফাইল ফটো

আইন বিভাগে সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে সাড়ে ৬২ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে তিন কিস্তিতে এসব টাকা বার কাউন্সিলের তহবিলে জমা দিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বার কাউন্সিল পরীক্ষায় সুযোগ না পাওয়ায় ইউনিভার্সিটির ৩১০ শিক্ষার্থীর রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান। অন্যদিকে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম কফিল উদ্দিন।

বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের আইন বিভাগে সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। কিন্তু সে নির্দেশনাকে না মেনে অধিক শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটি। ফলে বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় থেকে বঞ্চিত হন ইউনিভার্সিটির ছয়টি ব্যাচের ৩১০ জন শিক্ষার্থী। তাই প্রতিকার চেয়ে ৩১০ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।

সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট সিটি ইউনিভার্সিটিকে ৬২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করলেন। জরিমানার এই টাকা বার কাউন্সিলকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আর বার কাউন্সিল এ টাকা তাদের উন্নয়নমূলক কাজে ব্যয় করবে বলে আদালত জানান। পাশাপাশি টাকা পরিশোধ সাপেক্ষে ৩১০ শিক্ষার্থীকে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষার প্রাথমিক ধাপের ইন্টিমেশন ফরম জমা নিয়ে রেজিস্ট্রেশন কার্ড প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬