১৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনলাইন ভর্তি মেলা শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১০:১৭ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২১, ১০:২২ AM
দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘এইচএসবিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি মেলা’। এতে অংশ নিচ্ছে দেশের দেশের ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিদেশে ভর্তির ব্যাপারে শিক্ষার্থীদের তথ্য দিতে এই মেলায় অংশ নিচ্ছে মেন্টরস। শিক্ষার্থীরা ৫২টির বেশি বিষয়ে ভর্তির ব্যাপারে জানতে পারবেন।
রোববার (৪ এপ্রিল) সকাল ১০টায় অনলাইনে শুরু হবে এ মেলা। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
অনলাইন ভর্তি মেলায় অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়, সিটি বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ,কুমিল্লা থেকে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি।