সাংবাদিকতা নিয়ে ইউল্যাবের অনলাইন প্রদর্শনী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১২:৫৬ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২০, ০১:০৩ PM
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষামূলক বিভিন্ন বিষয় নিয়ে অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রতিষ্ঠানটি গত ২ আক্টোবর তাদের এই অনলাইন প্রদর্শনী চালু করেন। তাদের এই অনলাইন প্রদর্শনী শেষ হবে আগামী ১০ অক্টোবর।
প্রতিষ্ঠানটি অনলাইন প্রদর্শনী করবে,‘পাবলিক রিলেশন পোস্টারস’, ‘ফটোগ্রাফস’, ‘নিউজ প্যাকেজ’, ‘এনিমেশন ফিল্ম’, ‘ভিডিও আর্ট’, ‘এডভারটাইজমেন্ট’, ‘ডকুমেন্টারি’ এবং আরো কিছু গুরোত্বপূর্ণ বিষয় ।
এ জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ulabmsjci.net ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) দেশের অন্যতম একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। ২০০২ সালে কাজী শাহেদ আহমেদ এটি প্রতিষ্ঠা করেন। ২০০৪ সাল থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়।