২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১৩

চবির সাবেক উপাচার্যের মৃত্যুতে ইডিইউর শোক

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী গতকাল শনিবার ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান।

শোকবার্তায় তারা বলেন, অধ্যাপক এজেএম নূরুদ্দীন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব অঙ্গনে তুলে ধরতে সচেষ্ট ছিলেন। দল-মতের ঊর্ধ্বে থেকে সৎ ও আন্তরিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বজনশ্রদ্ধেয় এ শিক্ষকের প্রস্থান বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অসংখ্য গুণগ্রাহী ও শিক্ষার্থীর মাঝে তিনি চিরজাগরুক থাকবেন।

বিবৃতিদাতাগণ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চবির মার্কেটিং বিভাগের প্রথম বিভাগীয় সভাপতি অধ্যাপক এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক নূরুদ্দিন ২০০২ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত চবি উপাচার্যের দায়িত্ব পালন করেন।