ওমরাহ করতে গিয়ে নিখোঁজ বাকৃবির ৪ শিক্ষার্থী
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৫:০৪ PM , আপডেট: ০৪ মার্চ ২০২০, ০৫:০৪ PM
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের ওমরাহ করতে নিয়ে যাওয়া ট্রাভেল এজেন্সি বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের পরিবারসহ উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, গত ২৫ জানুয়ারি বিএসএস ট্রাভেলস ও সাদমান ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ওমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী আল-আমিন, ফাহিম হাসান খান, শেখ মিজানুর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আব্দুল মোমেন।
এরপর ফেব্রুয়ারি মাসে তাদের ভিসার মেয়াদ শেষ হলেও আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পায়নি ট্রাভেল এজেন্সিগুলো। পরিবারের সাথেও তাদের কোন যোগাযোগ নেই বলে জানিয়েছেন নিখোঁজদের পরিবার। নিখোঁজরা চারজনই বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশকে সর্বাত্বক সহযোগিতা করছি।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাঁরা কাজের সন্ধানে সেখানে থেকে গেছে কিনা অথবা কিসের জন্য তারা সেখানে গেছে সে বিষয়ে আমরা তদন্ত করছি।