আইআইইউসিতে ছাত্র-শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১২:৪৭ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২০, ১২:৪৭ PM
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সাধারণ ছাত্র ও শিক্ষকের উপর নৃশংস হামলার প্রতিবাদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক মুনতাসির মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসংগত গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়টির উসমান (রা.) হলের মো. আদনান নামে শরিয়াহ অনুষদের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েক ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর কিছুদিন আগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করা হয়। ভাঙচুর করা হয় বিভাগের কার্যালয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ১০ থেকে ১৫ শিক্ষার্থী এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে কয়েকজন বিগত দিনে কিছু বিষয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও তাঁদের উত্তীর্ণ করানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে আসছিল। এ ঘটনার সূত্রেই ওই শিক্ষককে লাঞ্ছিত করেন তাঁরা। পদিকে শিক্ষকেরা ব্যানার–ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেন। পরে বেলা পৌনে একটার কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষকদের স্মারকলিপি দেওয়ার জন্য জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী।
এ সময় তাঁদের ওপর ছাত্রলীগের কয়েজন হামলা চালান। এরপর শিক্ষকেরা এসে দুই পক্ষকে শান্ত করেন। এ পরিস্থিতে বেলা তিনটার দিকে জরুরি সিন্ডিকেট সভা বসে। বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়টির নোটিশ বোর্ডে রেজিস্ট্রার কর্নেল (অব.) মো. কাশেম স্বাক্ষরিত দুটি নোটিশ টাঙানো হয়। নোটিশের একটি লেখা রয়েছে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীরা ছাড়া সব ছাত্রকে বুধবার রাত নয়টার মধ্যে হল ছেড়ে দিতে বলা হয়। আর দ্বিতীয় নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।