নর্দান মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৭:১২ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২০, ০৭:১২ PM
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (এনআইএমসি) ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নর্দান মেডিকেলের ধানমন্ডি ক্যাম্পাসে ওরিয়েন্টেশন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএমসির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএমসির ভাইস চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি বিজনেস এন্ড টেকনোলজি খুলনা, ট্রাস্ট-এর চেয়ারম্যান মোহাম্মদ আনসার আলী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, ‘পৃথিবীর সেরা পেশা ডাক্তারি। একজন ভালো ডাক্তার হয়ে সকল মানুষের সেবা করার জন্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়তে হবে।’
এনআইএমসির অধ্যক্ষ প্রফেসর ডা: শেখ আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: ফজলুল হক, এনআইএমসির উপাধ্যক্ষ প্রফেসর ডা: এম এ ইউসুফ মিয়া। বিভিন্ন বিভাগের প্রধান, প্রফেসর, শিক্ষক-শিক্ষিকাসহ আরো অনেকে।