গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র্যাংকিংয়ে দ্বিতীয় আইইউবিএটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:০৯ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪ PM
ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র্যাংকিং-২০১৯ এ বাংলাদেশে দ্বিতীয় শীর্ষস্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)। র্যাংকিংয়ে বিশ্বের ৮৫টি দেশের ৭৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটির অবস্থান ২৪১তম।
বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিন ক্যাম্পাস ও টেকসই উন্নয়ন সম্পর্কিত নীতিমালার কতটা প্রতিফলন হচ্ছে, তা প্রকাশ করাই এ র্যাংকিংয়ের লক্ষ্য । প্রতিবছর মোট ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশ করে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ। মানদণ্ডগুলো হলো- অবকাঠামো (১৫ শতাংশ), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১ শতাংশ), আবর্জনা (১৮ শতাংশ), পানি (১০ শতাংশ), পরিবহন (১৮ শতাংশ) এবং শিক্ষা (১৮ শতাংশ)।
গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করায় গত রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপন অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জুবায়ের আলিম এবং সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে উপ-মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ও বৈশ্বিক কর্মক্ষেত্রের জন্য এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষায় নারী-পুরুষের সম-উন্নয়ন। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মাণের সাথে পরিবেশ নিশ্চিত করলে সারা বিশ্বে উদারহণ হয়ে থাকবে বাংলাদেশ। আইইউবিএটির ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র্যাংকিং ২৪১তম অবস্থান বিশ্বের বুকে বাংলাদেশের জন্য একটি বড় সম্মান বলে জাানান তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.আবদুর রব বলেন, শিক্ষার মানের সাথে পরিবেশের মাণ রক্ষা করার কারনেই ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র্যাংকিং-২০১৯ অর্জন করতে পেরেছি। আগামীতে এ অর্জনের ধারা অব্যাহত রেখে সারা বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়য় গুলোর মধ্যে স্থান করে নেওয়ার জন্য কাজ করছি আমরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজের পরিচালক অধ্যাপক আতাউর রহমান,ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র্যাংকিং-২০১৯ নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন হাসানুজ্জামান তুষার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ার, কো-অর্ডিনেট এবং শিক্ষক - শিক্ষার্থী।