বর্ণাঢ্য আয়োজনে আইআইইউসিতে বিজয় দিবস উদযাপন
- আইআইইউসি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:০৪ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৩ PM
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম (আইআইইউসি) উদযাপন হল মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কে. এম গোলাম মহিউদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, শিক্ষার্থীগণ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিজয় র্যালী বের করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য অধ্যাপক কে. এম গেলাম মহিউদ্দীন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আলী আজাদী, রেজিস্টার কর্ণেল আবুল কাশেম, সহকারী রেজিস্টার মো. সোলায়মান মিয়া, সহকারী প্রক্টর মো. নিজাম উদ্দীনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আইআইইউসি ছাত্রলীগ, বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠন র্যালী ও পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরুষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।