১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭
শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাইম ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।১৯৭১ সালে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ এ কর্মসূচি পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
আরও পড়ুন : যথাযথ মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।