অধ্যাপক ম তামিম ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য

অধ্যাপক মোহাম্মদ তামিম
অধ্যাপক মোহাম্মদ তামিম  © ফাইল ছবি

ব্র্যাক ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য পদে যোগ দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ তামিম। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনে তিন দশকেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এর পাশাপাশি তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। অধ্যাপক তামিম বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় ও বহুজাতিক সাহায্য সংস্থার যৌথ প্রকল্পেও নেতৃত্ব দিয়ে আসছেন।

ব্র্যাক ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। বর্ণাঢ্য পেশাজীবনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতি ও পরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্বব্যাংক, জাইকা, ইউএস এইডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তিনি পরামর্শক হিসেবে কাজ করেছেন। তিনি এর আগে ২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ সহকারির দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, অধ্যাপক তামিম কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি লাভ করেন। তার আগে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি এর আগে ২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ সহকারির দায়িত্ব পালন করেন।


সর্বশেষ সংবাদ