বিইউএফটি’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১০:৪২ PM

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি, দেশের কল্যাণ এবং বৈশ্বিক শান্তির জন্য বিশেষ দোয়া হয়। এরপর একসঙ্গে ইফতার করা হয়, যা উপস্থিত সকলের মাঝে ভ্রাতৃত্ববোধের সঞ্চার করে। বিইউএফটি বিশ্বাস ও সংহতির মূল্যবোধ বজায় রেখে এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।