ইউআইইউতে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ PM

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ইউআইইউ ইসলামিক সেমিনার ২০২৫’ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোখতার আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামের সুমহান উদার নৈতিক আদর্শের আলোকে সমাজ গড়ার আহ্বান করেন এবং দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। এছাড়াও আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথি শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বর্তমান সময়ে তরুণদের বা বিশেষ করে ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদেরকে হজরত মোহাম্মাদ (স.) জীবনাদর্শের থেকে শিক্ষা নিয়ে চরিত্র গঠনের পরামর্শ দেন।
বিশেষ অতিথি প্রফেসর মোখতার আহমাদ বলেন ছাত্র-শিক্ষক সম্পর্কের যে সম্মান ও মর্যাদা ইসলাম দিয়েছে তা প্রত্যেকের পালন করতে হবে। এছাড়াও তিনি ছাত্র-শিক্ষকের মধ্যে সুসম্পর্ক তৈরিতে ইসলামের ভূমিকা ও গুরুত্বের বিষয় বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ইসলামি বিশেষজ্ঞ এবং সাংবাদিকগণসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।