শেষ হলো ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ PM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশনস্ ক্লাব আয়োজন করেছে ‘দ্য রয়্যাল হ্যাট প্রেজেন্টস ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার ২০২৪’। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শুরু হয়ে দুই দিনব্যাপী চলে এ অনুষ্ঠান।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী অংশ নেন এবং সারা বাংলাদেশের ১০টির বেশি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানে ডেটা ওয়ার এবং নেটওয়ার্ক ওয়ার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ডেটা অ্যানালাইসিস এবং নেটওয়ার্ক সমস্যার সমাধানের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। তিনি বলেন, ‘এই ইভেন্টটি একটি বড় সাফল্য এবং আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী মনোভাবকে প্রতিফলিত করে।’
অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের মডারেটর প্রোফেসর ড. শামিম এইচ রিপন এবং খালিদ মাহবুব খান।
এছাড়াও বিশেষ অতিথি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ মন্তব্য করেন, ‘এই ধরনের ইভেন্ট শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে সহায়ক।’
এই প্রতিযোগিতায় ছিল আকর্ষণীয় সেগমেন্ট টেলি ওয়ার, নেটওয়ার্ক ওয়ার, ডেটা ওয়ার, এবং জি-ওয়ার, যেখানে ভ্যালোরান্ট, ই-ফুটবল এবং এফসি২৫।
ন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার ২০২৪ উদ্ভাবন, দলগত কাজ এবং শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, যা অংশগ্রহণকারী এবং দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে বলে মনে করেন আয়োজকরা।