শুরু হচ্ছে দেশের জনপ্রিয় টেক-বিজ প্রতিযোগিতা মাইন্ডস্পার্কস ২৪
- অস্ট প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ PM
আহসানউল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (অস্ট) অন্যতম প্রাণকেন্দ্র অস্ট ইনোভেশন এন্ড ডিজাইন ক্লাব প্রতিবারের মতো এবারও তাদের প্রধান ইভেন্ট ‘মাইন্ডস্পার্কস ২৪’ আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর।
এখানে প্রায় ১২০০ এর বেশি শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই ইভেন্টে ৮টি সেগমেন্ট থাকবে এবং অংশগ্রহণকারীরা এতে অংশ নিবে। ইভেন্টের সেগমেন্টগুলো হলো : ট্রাস চ্যালেঞ্জ, সকার বট, টেকনো ক্যাড, বিজনেস কেস, এড মেকিং, গেমিং ফেস্ট, প্রজেক্ট শোকেসিং, টেক্স মেস্ট্রো।
ইতোমধ্যে অস্ট ইনোভেশন এন্ড ডিজাইন ক্লাব এ ইভেন্টের জন্য সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে ঘোষণা দিয়েছে।