আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে নিয়োগ পেলেন একঝাঁক তরুণ শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৮ PM
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত উদীয়মান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে একঝাঁক তরুণ শিক্ষক নিয়োগ পেয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত ১৫ শিক্ষকের মধ্যে ১৪ জন প্রভাষক এবং একজন প্রফেসর রয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন তারা।
নতুন শিক্ষকগণের মধ্যে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন— বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে পিংকি আক্তার ও মোঃ রফিকুল ইসলাম; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে মোঃ নাহিদ হাসান; সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আব্দুল্লাহ মুহাম্মদ আসিফ ও সাজিদ আলম; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রত্যাশা মোদক; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এসএম মুহতাসিন আল রাজী, আব্দুল্লাহ আল আহাদ ও দিপ্তি বিশ্বাস; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শামীম আলী, ফারসিয়া কাউসার চৌধুরী, শাকিলা জাহান, তামান্না রহমান এবং উম্মে হাবীবা।
এছাড়া বাংলাদেশ স্টাডিজ বিভাগে প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সৈয়দ আইরিন জামান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির নিয়োগ প্রক্রিয়া বরাবরই স্বচ্ছ এবং নিরপেক্ষ। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তারা যে নিয়োগকার্যাবলী সম্পন্ন করেন, তা উচ্চশিক্ষার মান উন্নয়নে নিঃসন্দেহে সহায়ক এবং প্রতিশ্রুতিবদ্ধ। নতুন শিক্ষকদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা উচ্ছ্বসিত এবং বিশ্বাস করি— নতুনদের অভিজ্ঞতা ও প্রতিভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। আর এভাবেই সিঁড়ি বেয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তিমূলক শেখার পরিবেশ তৈরি করতে পারব।’
তথ্যমতে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী (ইউজিসি) কমিশনের স্বীকৃত আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির যাত্রা ২০১৬ সালে। আনোয়ার হোসাইন খানের হাত ধরে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেছে ঢাকার উত্তরার নান্দনিক পরিবেশে। বর্তমানে এখানে ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য বিভিন্ন বিষয়ে কোর্স এবং প্রোগ্রাম অফার করা হচ্ছে।