সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৬ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৬ PM
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এই ছাড়াও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান, উপাচার্য ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, ট্রেজারার ড. আহমেদ আবদুল্লাহ জামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম ফায়েজ তার বক্তব্যে বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা অনেক বেশি। তাদের প্রত্যাশাকে ধারণ করে আমাদের চলতে হবে। আমি তরুণ প্রজন্মের কাছ থেকে শিখছি, তারা আমাদের জাতির ভবিষ্যৎ।’
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য উচ্চমানের নারী শিক্ষার বিস্তার এবং আমরা চেষ্টা করি যেন আমাদের ছাত্রীরা স্বাবলম্বী হয়ে জীবনে সম্মানিত পেশায় থাকতে পারেন।’
উপাচার্য ড. পারভীন হাসান জানান, বিশ্ববিদ্যালয়টি শিক্ষাদান ছাড়াও পেশাগত জীবনে প্রবেশের জন্য শিক্ষার্থীদের সবসময় সহযোগিতা করে। তিনি আশা প্রকাশ করেন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে নারীদের উচ্চশিক্ষায় অবদান রাখতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।