এবার বিশ্ববিদ্যালয় শিক্ষকের ডাকে মাঠে নামছেন শিক্ষার্থীরা

শিক্ষকের ডাকে মাঠে নামছেন শিক্ষার্থীরা
শিক্ষকের ডাকে মাঠে নামছেন শিক্ষার্থীরা  © ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। শুরুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন সীমাবদ্ধ থাকলে বর্তমানে তা প্রাইভেট ছাড়িয়ে স্কুল-কলেজেও ছড়িয়ে পড়েছে। দেশব্যাপী চলমান এই আন্দোলনে অংশ নিতেই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শিহাবুদ্দিন। রাজধানীর গুলশানে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান তিনি।

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান। আজ বিকেল ৩টায় কোটা সংস্কারের দাবিতে তিনি শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থান করবেন বলে জানিয়েছেন। এ কর্মসূচিতে ওই এলাকার আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন।

ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজ বিকাল তিনটায় আমরা থাকবো শেওড়াপাড়া পুরানো ক্যাম্পাসের সামনে। বিভিন্ন ক্যাম্পাসে চলমান সংকটে আমরা আমাদের ভাইবোনদের পাশে দাঁড়াবো। আপনারা যারা পারবেন, চলে আসবেন।’

অধ্যাপক শিহাবের এমন আহ্বানে সাড়া দিয়েছেন শিক্ষার্থীরা। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে শিক্ষার্থীরা যথাসময়ে শেওড়াপাড়ায় অবস্থান করবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত ওই পোস্টে ১ হাজারেরও বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, অধিকার আদায়ে তাদের কেউ দাবায়া রাখতে পারবে না। আশফাক উদ্দিন নামে এক শিক্ষার্থী লিখেছেন, শিক্ষার্থীদের এমন বিপদের মুহূর্তে আপনার এমন আহ্বান আমাদের ব্যাপক অনুপ্রেরণা জোগাবে। আমরা আপনাকে নিয়ে গর্বিত।

এদিকে, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নে এদিন রাজধানীর বসুন্ধরা এলাকায় সকাল থেকে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বসুন্ধরা এলাকায় গিয়ে অবস্থান নিয়েছেন।

এর আগে, গতকাল বুধবার (১৭ জুলাই) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।


সর্বশেষ সংবাদ