ব্রেন ইনফেকশনে আক্রান্ত হয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

আল হাসান রাকিব
আল হাসান রাকিব  © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী আল হাসান রাকিব মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায়। রাকিব অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ-২৪ ডট কম- এ মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাকিবের সহপাঠী কৌশিক রয় জানান, বেশ কিছুদিন ধরে মাথা ব্যাথায় ভুগছিলেন রাকিব। সম্প্রতি তার ব্রেন ইনফেকশন ধরা পড়ে। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।  সেখান থেকে রাকিবকে খুলনায় নিয়ে যাওয়া হয়। খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, রাকিব অত্যন্ত প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল ছিলেন। বন্ধুদের সব সময় মাতিয়ে রাখতেন। তার এমন অকাল মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছি না।


সর্বশেষ সংবাদ