১৭ মে ২০২৪, ১৬:৫৫

কমনওয়েলথ ইউনিভার্সিটিজ ভাইস-চ্যান্সেলরস্ সামিটে অংশগ্রহণ অধ্যাপক ড. আতিকুলের

অধ্যাপক ড. আতিকুল ইসলাম  © ফাইল ছবি

কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) ভাইস-চ্যান্সেলর সামিট ২০২৪-এ অংশগ্রহণ করেছেন দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরে স্থানীয় সময় বুধবার (১৫ মে) অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।

কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) ভাইস-চ্যান্সেলর সামিটে অতিথিরা। ছবি: সৌজন্যে প্রাপ্ত।

প্রতিবারের মতো এবারও বৈশ্বিক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা একত্রিত হয়েছেন এবং নিজেদের মতামত ও চিন্তা তুলে ধরেছেন। অনুষ্ঠানে যোগদান করেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী, চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর এবং জাতিসংঘের প্রতিনিধি সহ উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী।

আরও পড়ুন: অনূর্ধ্ব ৫০ বয়সী বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের একমাত্র নর্থ সাউথ

সম্মেলনে অধ্যাপক ড. আতিকুল ইসলাম উদ্ভাবনী শিক্ষাবিদ্যা, গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার অধিকারের মতো বিষয়গুলো নিয়ে কথা বলেন। এছাড়াও একই সময়ে তিনি সমতার চ্যালেঞ্জ মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করেন। 

নর্থ সাউথ ইউনিভার্সিটি পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চশিক্ষালয়টি তার আন্তর্জাতিক পদচিহ্ন প্রসারিত করে চলেছে এবং বৈশ্বিক জ্ঞান প্রচার ও প্রসারে অবদান রাখছে। এসিইউ ভাইস-চ্যান্সেলর সামিটে অধ্যাপক ড. আতিকুল ইসলামের অংশগ্রহণ তারই একটি নিদর্শন মাত্র।