বেসিরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় এমআইইউ উপাচার্য

শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় এমআইইউ উপাচার্য
শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় এমআইইউ উপাচার্য  © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে অনুষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপচার্যগণের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপাচার্যবৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী উপাচার্যবৃন্দের কথা মনযোগ সহকারে শোনেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা ও নির্দশনা প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপাচার্যবৃন্দের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান শিক্ষামন্ত্রীর সঙ্গে করমর্দন ও পরস্পর কুশল বিনিময় করেন।


সর্বশেষ সংবাদ